মুহ.মিজানুর রহমান বাদল,স্টাফ রিপোর্টার-১০ সেপ্টেম্বর-২০২৩,
মানিকগঞ্জের সিংগাইরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুবেল হোসেন(২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাতে ঢাকাস্থ শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত-রুবেল উপজেলার বলধারা ইউনিয়নের বড় কালিয়াকৈর গ্রামের মৃত.লাল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে,উপজেলার বলধারা ইউনিয়নের বড় কালিয়াকৈর গ্রামের মৃত লালমিয়ার ছেলে রুবেল রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। সেই সুবাধে তিনি ঢাকা বসবাস করেন। গত কয়েকদিন আগে তার জ্বর অনুভব হলে চিকিৎসকের শরাপন্ন হন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গুজ্বর ধরা পরে। পরবর্তীতে শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। রুবেলের মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রবিবার দুপুর বিকেলে বড় কালিয়াকৈর মসজিদে জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।