মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর।
সারা দেশের সাথে সংগতি রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর খাদ্য গুদামে আমন ধান-চাল সংগ্রহ ২০২৩-২০২৪ ইং উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অম্বিকাপুর দাউদপুর এল,এস,ডি গোডাউন চত্বরে আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ মেহেদী হাসান ফারুক।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোফাখ্খারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে- শেফা, দাউদপুর এল,এস,ডি গোডাউনের ওসি এল,এস,ডি মোঃ সুজা আহমেদ,ভাদুরিয়া এল,এস,ডি গোডাউনের ওসি এল,এস,ডি মোঃ মশিউর রহমান, অটো রাইচ মিল মালিক মোঃ শাহাবুল আলম ফটিক,মিল মালিক মোঃ মশফিকুর রহমান, মিল মালিক নুরুজ্জামান, মনিরুজ্জামান প্রমূখ।
চলতি আমন সংগ্রহ মৌসুমে নবাবগঞ্জ উপজেলার কৃষকদের কাছ থেকে ৪৪ টাকা কেজি দরে ১১শ ৩৬ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৩০ টাকা কেজি দরে ৮শ ১৩ মেটিক টন ধান কেনা হবে।