মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর :০২ জানুয়ারি-২০২৩
সারা দেশের সাথে সংগতি রেখে ০২ জানুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি যথাযথভাবে পালনের লক্ষে সব রকম আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্ত্তী জানান, জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলার ২৮ জন প্রতিবন্ধীর হাতে সুবর্ণ নাগরিক কার্ড তুলে দেওয়া হয়েছে।
এ ছাড়া অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান , কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার প্রমুখ।