স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল :৩১ জানুয়ারি-২০২৪,বুধবার।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলজের ১১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‘বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশ গৌরবময়’ স্লোগানে বুধবার(৩১ জানুয়ারি) বিদ্যালয় মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করনে, বিদ্যালয় পরচিালনা
পরিষদের সভাপতি ও বল্লা ইউনয়িন পরষিদের সাবেক চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির। বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশিদুল হাসান লাভলু, বল্লা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সরোয়ার হোসেন আনিছ, সাবেক শিক্ষক মোশারফ হোসেন রঞ্জু, বল্লা ইউপি সদস্য নাসিমা আক্তার রুনু, আবু বক্কর, মো. আলী হোসেন, আছির উদ্দিন, জিয়াউর রহমান প্রমুখ। স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় ৪৬টি ইভেন্টে শিক্ষার্থীরা
অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।