চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :৩১ জানুয়ারি-২০২৪
নেত্রকোনা জেলা শহরের ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সকল অভিবাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরন করেন।