চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :০১ ফেরুয়ারি-২০২৪,বৃহস্পতিবার।
নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার উন্নয়ন মহা-পরিকল্পনা প্রনয়নের জরিপ কাজের উদ্ধোধন করা হয়েছে।
আটপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে জরিপ কাজের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটুস লরেন্স চিরান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. তানিয়া নাজনীন চৌধুরী রেখা, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মোস্তাকিন বিল্লাহ প্রমুখ।
জরিপ কাজের উদ্ধোধনকালে উপজেলা চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। এরই ধরাবাহিকতায় আটপাড়া উপজেলাকে স্মাট উপজেলায় পরিনত করা হবে।