চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :০৩ ফেরুয়ারি-২০২৪,শনিবার।
খাল খনন করতে গিয়ে গ্যাসের সরবরাহ লাইন ফুটো করে ফেলায় নেত্রকোনা জেলা শহরে তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় জন দুর্ভোগ চরমে পৌছেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেংগা এলাকার সুয়াই নদীর পাইপ লাইনে।
তিতাস গ্যাসের নেত্রকোনা আঞ্চলিক অফিসের প্রকৌশলী সুমঙ্গল গোলদার জানান, ময়মনসিংহের গৌরীপুরে ময়লাকান্দা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সুয়াই নদী খনন কাজ চালানোর সময় এ্যাসকেভেটরের (ভেকু) আঘাতে নেত্রকোনায় সরবরাহকৃত মূল গ্যাস পাইপ লাইন ফুটো হয়ে যায়। বিষয়টি ময়মনসিংহ তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানালে দুর্ঘটনার আশঙ্কায় কর্তৃপক্ষ তাৎক্ষণিক ময়মনসিংহ থেকে নেত্রকোনায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে নেত্রকোনা জেলা শহরের তিতাস গ্যাসের সাড়ে ৫ হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছে। গ্যাস বন্ধ থাকায় আবাসিক গ্রাহকরা তাদের পরিবার পরিজনের জন্য রান্না বান্না করতে আর গ্যাস ফিলিং স্টেশন বন্ধ থাকায় সিএনজি চলাচল বন্ধ হয়ে যায়। এই সুযোগে খাবারের হোটেলগুলোতে খাবারের খোঁজে ব্যাপক ভিড় পরিলক্ষিত হচ্ছে। তিনি আরো জানান, সকালে ঢাকা থেকে সকল যন্ত্রপাতি এসে পৌঁছার পর মেরামত কাজ শুরু হয়েছে। আশা করছি, শনিবার রাতেই মেরামতের কাজ শেষ হবে। মেরামতের কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।