চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :১৭ ফেরুয়ারি-২০২৪,শনিবার।
নেত্রকোনায় সপ্তাহব্যাপী বইমেলার উদ্ধোধন করা হয়েছে। জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা গণগ্রন্থাগারের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামানের সভাপতিত্বে এবং গণগ্রস্থাগারের সদস্য চিন্ময় তালুকদারের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, বিশিষ্ট লেখক বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ, প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, পৌর আ’লীগের সভাপতি অর্পিতা খানম সুমী, গণগ্রস্থাগারের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, সাধারন সম্পাদক মারুফ হাসান খান অভ্র, জেলা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি উৎপল ভট্রাচার্য্য প্রমুখ।
বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও জেলা গণগ্রন্থাগারের সাধারন সম্পাদক মারুফ হাসান খান অভ্র বলেন, গ্রন্থাগার পরিচালনা কমিটি ২০২২ সাল থেকে গণগ্রন্থাগার প্রাঙ্গনে সপ্তাহব্যাপী বইমেলার প্রচলন করেছে। জেলা গণগ্রন্থাগারের সভাপতি জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় এবছর বইমেলায় ১৮টি স্টল বসেছে। প্রতিটি স্টলে শুরুতেই বইপ্রেমীদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে।