মোঃ মাসউদুর রহমান স্টাফ রিপোর্টার :২৩ ফেরুয়ারি-২০২৪
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে অস্বচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২১ শে ফের্রুয়ারি বুধবার বিকেলে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রঙ্গণে সংস্থার উদ্যোগে এ বিতরণের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি ল্যাব ওয়ান হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান।
সংস্থার সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ ও এ্যাড. আশরাফুন নাহার স্বপনা। এসময় সংস্থার সহ-সভাপতি নুরুল ইসলাম, সম্মানিত উপদেষ্টা মো. আব্দুর রহমান, সম্মানিত সদস্য কায়কোবাদসহ সংস্থার সকল সদস্য ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।