চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :২৬ ফেরুয়ারি-২০২৪,সোমবার।
নেত্রকোনা-কলমাকান্দা সড়কে বারহাট্রা উপজেলার দশধার নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বারহাট্রা থানার এস.আই সুলতান আহমেদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে একটি স্কুল ব্যাগে রক্ষিত ২৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. সোহেল মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে।
বারহাট্রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলা থেকে সিএনজিযোগে সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে ফেনসিডিল নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বারহাট্রার দশধার নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উড়াদিঘী বাজারের দিক থেকে এক যুবক স্কুল ব্যাগ কাঁধে নিয়ে ঘটনাস্থলে পৌছলে এস, আই সুলতান আহমেদ তাকে দাড়ানোর সিগন্যাল দিলে সে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। ধূসর বর্নের কাঁধে থাকা ওই স্কুল ব্যাগের ভেতরে রক্ষিত ২৩ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামের আজমান মিয়ার ছেলে। এ ব্যাপারে এস,আই সুলতান আহমেদ বাদী হয়ে সোমবার বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরন করা হয়েছে।
৪