চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :২৬ ফেরুয়ারি-২০২৪,সোমবার।
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিষয়ক সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান বিপিএএ। সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, ৩১ বিজিবির দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক মেজর রাশেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ তুহিন প্রমুখ।