চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :২৮ ফেরুয়ারি-২০২৪
নেত্রকোনার বারহাট্রা থানা পুলিশের একািট চৌকস টিম মঙ্গলবার গভীররাতে উপজেলার ভাটি নোয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বারহাট্রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার ভাটি নোয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুর রশিদের ছেলে মাদক ব্যবসায়ী এম.এ নয়নকে (৪২) গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে এস.আই সোহেল খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বুধবার মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।