স্টাফ রিপোটার ,টাঙ্গাইল :২৮ এপ্রিল-২০২৪,রবিবার।
বিএফডিসিতে গণমাধ্যমকর্মীদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার(২৬ এপ্রিল) সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম-সাধারণ
সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন, কার্যনির্বাহী সদস্য শামীম আল মামুন, মামুনুর রহমান মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি গণমাধ্যমকর্মীদের দাওয়াত দিয়ে বিএফডিসির ভেতরে নিয়ে যে অপমান করা হয়েছে-
তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা টাঙ্গাইল থেকে বলতে চাই, যদি এই হামলার বিচার না হয় সেক্ষেত্রে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ২২
গণমাধ্যমকর্মীর উপর হামলাকারী শিবা শানু, জয় চৌধুরী ও আলেকজেন্ডার বো’র কঠিন বিচার করতে হবে। এছাড়া হামলাকারীদের বিএফডিসি থেকে বহিস্কার করতে হবে।