নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :২৯ জুলাই-,২০২৪,সোমবার।
টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে একজন দরিদ্র বাবাকে তার মেয়ের বিবাহ অনুষ্ঠান উপলক্ষে আর্থিক উপহার প্রদান করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে নাগরপুর সদর ইউনিয়ন এলাকায় বাবা মো. শহিদুল ইসলাম এর হাতে নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থ তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক বৃন্দরা।
নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি এস এম আনোয়ার বলেন, আমাদের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল) এর বিশেষ সহযোগিতায় আজ আমরা এক দরিদ্র বাবার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য আর্থিক উপহার দিয়েছি। আমাদের সাংবাদিক সংগঠনের উদ্যোগে পুরো নাগরপুর উপজেলাব্যাপী এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, সহ সভাপতি আশরাফুল হক বাবু, অর্থ সম্পাদক রিপন সাহা, দপ্তর সম্পাদক রিফাত হোসেন, সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।