মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর :২৯ আগস্ট-২০২৪,বৃহস্পতিবার।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮৩ জন অসহায় দুঃস্থ রোগীর মাঝে চিকিৎসা অনুদানের চেক বিতরন করা হয়েছে। সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ৯ টি ইউনিয়নের ৮৩ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৪১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ২৯ আগষ্ট বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী রোগীদের হাতে এসব চেক তুলে দিয়েছেন।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারলাইজড, জন্মগত হৃদরােগ ও থ্যালাসেমিয়া রোাগীর আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় উপকার ভোগীদের মধ্যে এসব চেক বিতরন করা হয়েছে।