রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধানমন্ডিতে উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ করতে হবে— তারেক রহমান রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার ১ ঘিওরে ছাত্রদলের সাবেক নেতা লাভলু হত্যা মামলায় আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগ এখনও স্বাধীনতা নষ্ট করার অপচেষ্টা করছে – বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা রিতা ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যার প্রতিবাদে,হরতাল-ভাংচুর- অগ্নিসংযোগ, উপজেলাজুড়ে আতংক বিরাজ করছে ঘিওরে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা । আহত ৬ জন বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত — রুহুল কবির রিজভী দৌলতপুরে ৭৯৫ রোহিঙ্গা জন্মনিবন্ধনের অভিযোগ উঠেছে । তদন্ত কমিটি গঠন খুনি হাসিনাকে গণহত্যার দায়ে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য দেশে আসতে হবে-         সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জে মৎস্য ডিপ্লোমা শিক্ষার্থীদের ৫ দফা দাবীতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ 

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ দেখা হয়েছে:
এইচএম মোকাদ্দেস ,সিরাজগঞ্জ প্রতিনিধি :১৫ সেপ্টেম্বর-২০২৪,রবিবার।
সিরাজগঞ্জে মৎস্য ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের ৫ দফা দাবী ও দাবী পূরণে কার্যকরী পদক্ষেপ নেয়ার ব্যাপারে মৎস্য অধিদপ্তর এর উদাসীনতার প্রতিবাদে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থীর পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে । রোববার সকালে  সিরাজগঞ্জের বেলকুচির মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এ কর্মসূচি পালন  করেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা  জানান, মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন, প্রকল্পের জনবল রাজস্ব না করা ও ডিপ্লোমাধারীর উচ্চ শিক্ষার ব্যবস্থা করণসহ পাঁচ দফা দাবি ও এবিষয়ে মৎস্য  ভবনের কার্যকর পদক্ষেপ না নেওয়ায়  শিক্ষার্থীরা সারাদেশে একযোগে  সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করে  স্ব- স্ব মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এর অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি  পেশ করেন। উক্ত স্মারকলিপিতে শিক্ষার্থীরা  (১) নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন এর মাধ্যমে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত পদগুলোতে একক নিয়োগ এবং ডিপ্লোমাধারীদের ভর্তির যোগ্যতার সাথে চাকরিতে আবেদনের যোগ্যতা সামঞ্জস্য করণ, (২) কৃষির ন্যায় ১০ম গ্রেডে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা পদে ডিপ্লোমাধারীদের একক নিয়োগ নিশ্চিত করে মাঠ পর্যায়ে দ্রুত নিয়োগ দেয়া। (৩) মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভিন্ন ইনস্টিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগের ব্যবস্থা করে চাকরির ক্ষেত্র সম্প্রসারিত করা,  (৪) উচ্চ শিক্ষা সহজীকরণের মাধ্যমে সরকারিভাবে বা সরকারি সহায়তায় উক্ত বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ দেয়া (৫) মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করে মৎস্য সেক্টরের উন্নয়নকে গতিশীল করার দাবি জানান। তাদের এই পাঁচ দফা দাবি মেনে না নেওয়া হলে এর চেয়ে আরও কঠোর আন্দোলনসহ প্রয়োজনে অনশন ও ধর্মঘট করার হুশিয়ারী দেন।##

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102