বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার ঘাটাইলের সড়কে শিক্ষা সফরের চার বাসে ডাকাতি আগামীতে ধানের শীষে ভোট দিতে হবে । ধানের শীষের বিকল্প নাই

পাংশায় ফেজবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন-প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ দেখা হয়েছে:
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 8; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 37;

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ঃ০৭ অক্টোবর-২০২৪,সোমবার।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা লিয়াকত আলী খানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ফেজবুকের ফেইক আইডিসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে শনিবার (৫ অক্টোবর) বিকালে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা লিয়াকত আলী খান, পাংশা উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ওয়াজেদ আলী মোল্লা ডাবলু বক্তব্য রাখেন।
বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা লিয়াকত আলী খান বলেন, একটি কুচক্রি মহল ফেজবুকের ফেইক আইডিসহ বিভিন্ন মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিগত সময়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা-হামলা করে নির্যাতন চালানো হয়েছে। সামনে নির্বাচন আসছে। ষড়যন্ত্রকারীরা এখনও আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমাকে নানা ভাবে ক্ষতি করার অপচেষ্টা চালাচ্ছে।
লিয়াকত আলী খান আরো বলেন, বাহাদুরপুর ইউনিয়নে পদ্মা নদী থেকে কোন বালি তোলা হচ্ছে না। আমি সবসময় নদী থেকে বালি উত্তোলনের বিরুদ্ধে। ফেজবুকের ফেইক আইডিসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মামলা করার হুশিয়ারি দেন তিনি। এসব বিষয়ে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
অনুষ্ঠানে হাবাসপুর ইউপি বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামানিক, যশাই ইউনিয়ন বিএনপির সভাপতি ওহাব প্রামানিকসহ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102