নিজস্ব প্রতিবেদক :০৮ অক্টোবর-২০২৪,মঙ্গলবার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এস.এ জিন্নাহ কবির এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট,বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামের সর্বস্তরের জনসাধারন, বিএনপি ও অঙ্গসংগঠন।
আজ ৮ অক্টোবর মঙ্গলবার বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামের কুয়েত প্রবাসী সাবেক যুব নেতা ইমারত খানের সার্বিক সহযোগিতায় ও ছাত্র নেতা সিমনের নেতৃত্বে সর্বস্তরের জনসাধারন, বিএনপি ও অঙ্গসংগঠন উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
এসময় বক্তব্য রাখেন, কলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আব্দুস ছামাদ মুন্না,ছাত্র নেতা মো: সিমন,যুব নেতা উজ্জল হোসেন প্রমূখ।