বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো যুবলীগ নেতা সিরাজগঞ্জ সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরীর প্রধান ক্যাডার কিলার মুছাকে নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে
আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। তথ্যটি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, সোমবার (৭ অক্টোবর) বিকেলে কিলার মুছাকে সদর থানা পুলিশ যুবদল কর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুললে বাদী পক্ষের আইনজীবীগণ ৭ দিনের রিমান্ড আবেদন করেন।এসময় বাদী পক্ষের আইনজীবী ও আসামী পক্ষের আইনজীবীর
দীর্ঘ শুনানি শেষে বিকাল ৪ টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত)-এর বিচারক মো. রাসেল মাহমুদ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ####