কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধিঃ-০৯ অক্টোবর-২০২৪,বুধবার।
নওগাঁর আত্রাইয়ে হুইসেল ব্লোয়ার অর্ন্তভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আস্থা প্রকল্পের আয়োজনে স্যুইজারল্যান্ডের অর্থায়নে (৮ অক্টবর) মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ইউনাইটেড প্রেস ক্লাব,আত্রাই,নওগাঁ,সাংবাদিক কামাল উদ্দিন টগর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন ও উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল রানা। অনুষ।ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা আস্থা প্রকল্পের সমন্বয়কারী মোঃ কামাল হোসেন শাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের নওগাঁ জেলা সিনিয়র সহকারী ফিল্ড অফিসার রিমা আকতার, সিনিয়র ফিল্ড অফিসার আব্দুল মন্নাফ, আত্রাই যুব ফোরামের অন্যতম সদস্য রবিউল ইসলাম, মোছাঃ আখিঁ বেগম, সাধনা প্রমূখ। বেকারত্ব দূর করা,অসাজিক কার্যকলাপ থেকে বিরতথাকা, সামাজিক কাজ গুলো বাস্তবায়ন করা, কারো দ্বারস্থ না হয়ে নিজের পায়ে দাঁড়ারো, এলাকা ভিত্তিক সঠিক তথ্য গুলো মিডিয়াদের কাছে পৌঁছে দেওয়া সহ বিভিন্ন সামাজিক ও সঠিক কাজ করতে যুব ফোরামের সদস্যদের আহ্বান করেন অতিথি বৃন্দরা।# অনুষ্ঠান শেষে বিকাল ৪টায় আহসানগঞ্জ মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে সম্প্রদায়িক “শান্তি ও সম্প্রতি বজায় রাখি, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হই”এই স্লোগানকে সামনে রেখে সনাতন ধর্মের বড় উৎসব দূর্গা পূঁজাকে আনন্দ উৎসব মূখর করতে আস্থা যুব ফোরাম আত্রাই শাখার উঠান বৈঠক ও বেলুন ফাটানো খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#