নিজস্ব প্রতিবেদক:১০ অক্টোবর-২০২৪,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহি তালুকনগর ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদ( ম্যানেজিং কমিটি) গঠন করা হয়েছে। ম্যানেজিং কমিটি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, মো: আবদুল আউয়াল (বুলবুল) । নবনির্বাচিত সভাপতি মো: আবদুল আউয়াল (বুলবুল) সাবেক ডিরেক্টর অব এডমিন/মানব সম্পদ উন্নয়ন ব্যবস্থাপক ও মুন্নু গ্রæপ অব ইন্ডাস্ট্রি কর্মরত ছিলেন ।
মো: আবদুল আউয়াল (বুলবুল) সাবেক মন্ত্রী মরহুম হারুন অর রশিদ খান মুন্নুর পি.এস ছিলেন। সাবেক সাধারণ সম্পাদক,বাংলাদেশ রোভার স্কাউট,কেন্দ্রীয় কমিটি। সাবেক সাধারণ সম্পাদক,তালুকনগর উদয়সেনা কাব।