রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধানমন্ডিতে উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ করতে হবে— তারেক রহমান রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার ১ ঘিওরে ছাত্রদলের সাবেক নেতা লাভলু হত্যা মামলায় আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগ এখনও স্বাধীনতা নষ্ট করার অপচেষ্টা করছে – বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা রিতা ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যার প্রতিবাদে,হরতাল-ভাংচুর- অগ্নিসংযোগ, উপজেলাজুড়ে আতংক বিরাজ করছে ঘিওরে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা । আহত ৬ জন বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত — রুহুল কবির রিজভী দৌলতপুরে ৭৯৫ রোহিঙ্গা জন্মনিবন্ধনের অভিযোগ উঠেছে । তদন্ত কমিটি গঠন খুনি হাসিনাকে গণহত্যার দায়ে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য দেশে আসতে হবে-         সাইদুর রহমান বাচ্চু

বড় মনি আওয়ামীলীগের ঘাটি বানিয়েছিলো টাঙ্গাইলের বাস মালিক সমিতি

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৮০ দেখা হয়েছে:

টাঙ্গাইল প্রতিনিধি ঃ১০ অক্টোবর-২০২৪,বৃহস্পতিবার।
টাঙ্গাইলের বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া ওরফে বড় মনি বাস কোচ মিনিবাস মালিক সমিতিকে দলীয় কার্যালয় বানিয়েছিল, সে দলীয় করণের মাধ্যমে সাধারণ শ্রমিক ও মালিকদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মহাসচিব পদ বাগিয়ে নিয়ে প্রতি দিন আনন্দ ভ্রমনের নামে ৫০ টাকার কুপন বানিয়ে সেই টাকা থেকে ৪০ টাকা ভ্রমণে খরচ দেখিয়ে ১০ টাকা করে তার নিজ পকেটে নিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বাস কোচ মিনিবাস মালিক সমিতির সদস্যরা। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে তারা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন মালিক সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শফিক। তিনি বলেন,২০১৩ সালের পূর্বে টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতি ও টাঙ্গাইল জেলা লাক্সারি মিনিবাস মালিক সমিতি নামে দুটি আলাদা পৃথক সমিতি শ্রম মন্ত্রণালয়ের রেজিষ্ট্রেশন ছিলো। এরপর আওয়ামীলীগের বড় মনি ও ছোট মনির
তারা এসে দলীয় প্রভাব বিস্তার করে দুটি সমিতিকে একত্রিকরন করে রাজত্ব কায়েম করে। সর্বশেষ ২০২২ সালের ফেব্রæয়ারির ২৬ তারিখে জেলা শিল্প কলা একাডেমিতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এড.জোয়াহেরুল ইসলাম অবৈধ ভাবে নতুন কমিটি গঠন করে দেয় যা আজ পর্যন্ত বহাল আছে।

তিনি আরও বলেন, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বড় মনি ছাত্রদের উপর প্রকাশ্যে গুলি ছোড়েন যা টাঙ্গাইল বাসী সহ সারাদেশের মানুষ দেখেছে। আমরা এই দলীয় করণ বাদ দিয়ে একটি গঠন মূলক কমিটি চাই। বড় মনি সহ কমিটির নেতারা ২১ লক্ষ টাকা আত্মসাৎ করে। মোট ৮১ লক্ষ টাকা আমরা মালিকরা ফেরত চাই।

এসময় উপস্থিত ছিলেন জেলার বাস কোচ মিনিবাস মালিক সমিতির সদস্য সৈয়দ জাহিদুল হক, নিলুফার ইয়াছমিন খান, নজরুল ইসলাম খান, ছানোয়ার হোসেন ছানা, শহিদুর রহমান, রুমি ভূইয়াসহ অন্যান্য সদস্যরা। সংবাদ সম্মেলনে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102