নিজস্ব প্রতিবেদক: ০৬ অক্টোবর-২০২৪,শুক্রবার।
“মানিকগঞ্জে নবাগত জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার বলেছেন, শারদীয় দুর্গা উৎসবে সরকারের বরাদ্দকৃত চাল ইতিমধ্যে সকল মন্দিরের কমিটির মাধ্যমে বিতরন করা হয়েছে । এবার শারদীয় দুর্গা উৎসব হবে শান্তি পূর্ণ ও উৎসব মুখর । শারদীয় দূর্গা উৎসব সফল উদযাপণে সৌহার্দ ,সম্প্রীতি, আন্তরিক সহযোগিতা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ, র্যাব,আনসার ও প্রশাসনের আইন-শৃংখলা বাহিনী কাজ করছে ।
আজ ১১ অক্টোবর শুক্রবার রাত ৯ টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরের কালিবাড়ী সার্বজনীন মন্দির,হরিসভা বেদান্ত মঠ, রনজিৎ দাসের বাড়ি সার্বজনীন মন্দির,মহাদেব সাহার বাড়ি সার্বজনীন মন্দির পরিদর্শন কালে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এসব কথাগুলো বলেছেন।
এছাড়া উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের জাতীয় গোয়েন্দা (এনএসআই) যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ^াস, থানা অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম, হাইকোর্ট বিভাগের সহকারী এটর্নি জেনারেল এ্যাড: আবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকতাৃ মৃদুল আচার্য্য, ওসি (তদন্ত) শেখ ফরিদ আহম্মেদ, পুজা উদযাপণ পরিষদের সাধারন সম্পাদক মানিক চন্দ্র দাস, বিশনো কুমার দাস, ডা; গোপাল চন্দ্র মন্ডল, মনি বসাক প্রমূখ। ###