আবুল হোসেন রাজবাড়ী জেলা প্রতিনিধি :১১ অক্টোবর-২০২৪,শুক্রবার।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা করেন রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ দৌলতদিয়া বাজার সার্বজনীন মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ পূজা উদযাপনের বিষয়ে খোঁজ খবর নেন এবং বিভিন্ন মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সারে ৪ টায় দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দৌলতদিয়া রেষ্ট হাউজ চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. মো. আসলাম মিয়া।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন
রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো. মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ খালেক বেপারী। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আমিন সরদার। সভায় রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।