মু: মিজানুর রহমান বাদল,স্টাফ রিপোটার:-১২ অক্টোবর-২০২৪,শনিবার্
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘আমরা একটি বিশেষ সময় পার করছি। সেজন্য আমরা শংকায় ছিলাম শারদীয় উৎসবটা কিভাবে হবে। দুর্গো উৎসব যেন ভালো ভাবে উদযাপিত হয় সরকারও এ বিষয়ে চিন্তায় ছিল। কিন্তু আমাদের প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন যাতে কোন দৃষ্কৃতিকারী কোন দৃষ্কৃতি ঘটাতে না পারে।’ শনিবার (১২ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল গ্রামের একটি দুর্গা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা সাংবাদিকদের বলেন। উপদেষ্টা ডা. বিধান রঞ্জন আরো বলেন, ‘একটি আশার কথা হচ্ছে এখন পর্যন্ত সারাদেশের পরিস্থিতি খুবই ভালো। আশা করি, আগামীকাল আমাদের প্রতিমা বিসর্জন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’ অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘আমাদের দেশের মূল সংষ্কৃতি হলো সহনশীলতা ও সম্প্রীতির সংষ্কৃতি। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের মানুষ এ দেশে পাশাপাশি বসবাস করে আসছে। একে অন্যের উৎসবে যোগ দিয়েছেন এবং উৎসবকে সবাই উপভোগ করেছেন। আমরা চাই সেই ঐতিহ্য বহমান থাকুক। আমাদের এই সামাজিক সম্প্রীতি যেন যেন দুষ্কৃতিকারীদের রুখে দিতে পারে। সেজন্য তিনি সামাজিক সম্প্রীতি গড়ে তোলার জন্য আহ্বান জানান।’ এসময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মো. বশির আহমেদ, ডা. কমল কান্তি বিশ্বাসস প্রমুখ উপস্থিত ছিলেন।