মোঃ জুলহাজুল কবীর, নবাবগঞ্জ, দিনাজপুর :১৩ অক্টোবর-২০২৪,রবিবার।
দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহানবমী – দশমী একত্রে পালিত হয়েছে । এই বছরের দুর্গা পুজো অন্যবারের তুলনায় কিছুটা হলেও আলাদা। কারণ এই বছর মহানবমী ও দশমী তিথি পড়েছে একই দিনে।
মহালয়ার পরের দিন প্রতিপদ তিথি থেকে শারদীয়া নবরাত্রির পুজো শুরু করেন সনাতন সম্প্রদায়। সেই তিথি ধরেই এই বছর মহানবমী ও দশমী একই দিনে পালিত হয়।
শুক্রবার সকালে মন্দিতে অঞ্জলির পর শুরু হয় বিহিত পূজা । এরপর শুরুহয় সন্ধিপূজা ।
পূজাকে কেন্দ্র করে মন্ডপে মন্ডপে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, আরতি নিবেদন করেছেন পূজারীরা।
নবমী – দশমী একসাথে হওয়ায় দুর্গা পূজা শেষের দিনে উপজেলার মন্দিরগুলোতে সন্ধ্যায় ভক্তি মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, চন্ডীপাঠ , আরতিসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় মন্দিরে মন্দিরে ধুপ ধুনো দিয়ে সন্ধ্যারতিতে দেবীর আরাধনায় বাজানো হয় শঙ্খ, কাঁসা ও ঢাকের বাদ্য। আর শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা পুর্ণাথীরা মায়ের কৃপা দর্শনে মন্দিরে মন্দিরে ঘুরে প্রতিমা দর্শন করেন।
পূর্ণাথী ভক্তরা জানান, সকল প্রকার অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছেন ভক্তরা।
উপজেলার দাউদপুর শ্রী শ্রী গোবিন্দ মন্দিরের পূজারি সুবাস চন্দ্র সরকার জানান, মায়ের কাছে সকল দেশ-জাতির মঙ্গল এবং সকলকে রোগমুক্ত সুস্থ রাখার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছেন তারা।
পুজোর কাজে নিয়োজিত পুরোহিত শ্রী বিজয় কুমার ব্যাণার্জী জানান, সর্বাত্নক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবারের পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা।