নিজস্ব প্রতিবেদক:১৩ অক্টোবর-২০২৪,রবিবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চরকাটারী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ অক্টোবর রবিবার দুপুর ২ টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জামায়াতে ইসলামীর এ সাধারণ সভা হয় ।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী,দৌলতপুর থানা সেক্রেটারী আবুল বাশার মাষ্টার এর সঞ্চালনায় এবং থানা আমীর ইমরান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মানিকগঞ্জ জেলা জামায়াতের যুব বিভাগের পরিচালক হাফেজ মাওলানা তসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংগাইর থানা শাখার আমীর আব্দুল মান্নান রাকিব,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সেক্রেটারী এডভোকেট এস.এম ফেরদৌস । অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর থানা শাখার অর্থ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, চকমিরপুর ইউনিয়ন আমীর আব্দুল আলীম,দৌলতপুর থানা শিবিরের সভাপতি আব্দুর রহমান,জাকির হোসাইন, মনির হোসেন, তালুকনগর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল কাদের প্রমুখ।