নিজস্ব প্রতিবেদক:১৪ অক্টোবর-২০২৪,সোমবার।
দৌলতপুরের তালুকনগর ডিগ্রি কলেজে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির ১ম কার্যনির্বাহী সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত” আজকে ১২/১০/২০২৪ ইং তারিখ রোজ:শনিবার বেলা ১০ ঘটিকার সময় দৌলতপুর উপজেলাধীন তালুকনগর ডিগ্রি কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির ১ম কার্যনির্বাহী সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন তালুকনগর ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ আবদুল আউয়াল (বুলবুল)।উক্ত সভায় উপস্থিত ছিলেন উক্ত কমিটির প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোঃ মিজানুর রহমান খান,বিদ্যোৎসাহী সদস্য জনাব মোঃ আবুল কালাম আজাদ,শিক্ষক সদস্য জনাব তরিকুল ইসলাম,অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কমিটির সদস্য সচিব জনাব মোঃ জহিরুল ইসলাম।এ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জনাব মোঃ লালন খান,সাবেক ইউপি সদস্য আব্দুস ছামাদ, ডাঃ আকরাম হোসেন খান,এ টি এম জাহাঙ্গীর খান,এডভোকেট মিজানুর রহমান,এডভোকেট ফারুক,মোঃ রেজাউল ইসলাম,মোঃ ইয়াছিন বিশ্বাস, মোঃ শাজাহান, মোঃ আব্দুল বাতেন,মো: মজনু খান সহ অত্র কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ,বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ,অভিভাবকগন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভার শুরুতেই সভাপতি জনাব মোঃ আবদুল আউয়াল (বুলবুল) সকলের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন এবং কলেজ প্রতিষ্ঠার সময় বিভিন্ন সময়ে সাবেক মন্ত্রী মরহুম হারুন অর রশিদ খান মুন্নু ও তার মেয়ে বিএনপির চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার অবদানের কথা সবাইকে অবহিত করেন।এছাড়াও বিভিন্ন সময়ে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের অবদান সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।এছাড়াও কলেজের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন।উপস্থিত শিক্ষক কর্মচারীবৃন্দ,বর্তমান ও সাবেক শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই কমিটির সভাপতি ও সদস্যবৃন্দকে স্বাগত ও অভিনন্দন জানান এবং এই কমিটির মঙ্গল কামনা করেন