মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী–সেনা প্রধান ডেইরী ফার্ম এখন ডেরা রিসোর্ট , ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে রিসোর্ট দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু

টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১০৩ দেখা হয়েছে:

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল :২২ অক্টোবর-২০২৪,মঙ্গলবার।
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে আন্ডারপাসের দাবিতে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিােভ করেছে স্থানীয় ১৪টি শিাপ্রতিষ্ঠানের শিার্থীরা। শিক্ষার্থীদের ওই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এলাকাবাসীও আন্দোলনে যোগ দেয়।
এ সময় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের আশ^াসে দেড় ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা বলেন, মহাসড়কের দু’পাশে অন্তত ১৪টি শিাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদ ও বাজার রয়েছে। ১৯৯৮ সালে সেতু চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় অর্ধশতাধিক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বর্তমানে এই মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ চলছে। মহাসড়ক চারলেনে উন্নীতকরণের নকশায় সল্লা বাসস্ট্যান্ডে আন্ডারপাস রাখা হয়নি। মহাসড়ক চারলেনে উন্নীত হলে আন্ডারপাস না থাকায় দুর্ঘটনা আরও বেড়ে যাবে। আমরা বাধ্য হয়ে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছি। পরে ইউএনও স্যার আন্ডারপাসের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নিয়েছি। দ্রæত আন্ডারপাসের কাজ শুরু করা না হলে আগামিতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান, তিনি আন্দোলনকারী ছাত্র-জনতার কথা শুনেছেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপরে সঙ্গে কথা বলে খুব শীঘ্রই এলাকার মানুষের দাবি পূরণের চেষ্টা করবেন।

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102