নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আরাফাত নোমান। সোমবার (১১ নভেম্বর) সকালে নির্বাহী অফিসার কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এস.এম আনোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ আশরাফুল হক বাবু, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিদুল ইসলাম (রাশেদ), সাংগঠনিক সম্পাদক ডা. এম এ মান্নান, প্রচার সম্পাদক মোঃ রিফাত হোসেন, দপ্তর সম্পাদক ইঞ্জি. মোঃ তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য গোপাল সরকার, শিপন রানা, আরিফুল ইসলাম ও সহযোগী সদস্য মোঃ জুয়েল রানা, মোঃ লিমন মিয়া প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাত নোমান বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। নাগরপুর উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।