শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ধানমন্ডিতে উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ করতে হবে— তারেক রহমান রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার ১ ঘিওরে ছাত্রদলের সাবেক নেতা লাভলু হত্যা মামলায় আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগ এখনও স্বাধীনতা নষ্ট করার অপচেষ্টা করছে – বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা রিতা ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যার প্রতিবাদে,হরতাল-ভাংচুর- অগ্নিসংযোগ, উপজেলাজুড়ে আতংক বিরাজ করছে ঘিওরে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা । আহত ৬ জন বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত — রুহুল কবির রিজভী দৌলতপুরে ৭৯৫ রোহিঙ্গা জন্মনিবন্ধনের অভিযোগ উঠেছে । তদন্ত কমিটি গঠন খুনি হাসিনাকে গণহত্যার দায়ে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য দেশে আসতে হবে-         সাইদুর রহমান বাচ্চু

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন…..আহমেদ আযম খান

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৫৯ দেখা হয়েছে:

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল :১৬ নভেম্বর-২০২৪,শনিবার।
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাইনা। যে গতিতে সরকার চলছে – সে গতি অনেক বাড়াতে হবে। বর্তমানে দেশের মানুষের চাওয়া অনুযায়ী আপনারা অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সে রোডম্যাপে যেন অবশ্যই নয় মাস বা এক বছরের বেশি সময় না যায়। নাহলে জনগন কিন্তু হতাশ হয়ে পড়বে- তখন কিন্তু আপনারা ব্যর্থ হয়ে যাবেন। আপনাদের ব্যর্থতা আমরা চাইনা, আপনাদের সফলতা চাই। আপনাদের দেওয়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার আসবে- এটাই আমরা আশা করতে চাই। শনিবার (১৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির অডিটরিয়ামে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ৫ আগস্টের পরে আমাদের যে নবযাত্রা শুরু হয়েছে। সেই নবযাত্রায় আমরা স্পষ্ট বলেছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য মৌলিক সংস্কারগুলো করতে হবে। এই সংস্কারগুলো করে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনের জন্য গত ১৫ বছর বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে।
আহমেদ আযম খান আরও বলেন, একটা দেশে যাওয়ার কারণে উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার শিকার হতে হয়েছে- এ ধরনের ঘটনা আমরা দ্বিতীয়বার দেখতে চাইনা। এজন্যই দ্রæত আপনাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে গঠিত একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা সম্মানের সাথে বিদায় নিবেন- এটাই প্রত্যাশ করি।
ওই দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত।
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102