বগুড়া প্রতিনিধি: ৩০ নভেম্বর-২০২৪,শনিবার।
বগুড়ায় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার খায়রুল আলম লাখিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) ভোরে শহরের লতিফপুর কলোনীর বেলজিয়াম মাঠ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন। গ্রেফতারকৃত খায়রুল আলম লাখিন জেলা যুবলীগের সক্রিয় নেতা৷ এছাড়াও তিনি বাংলাদেশ হিউম্যান রাইটস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং লায়ন ক্লাবের জড়িত। এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে লাখিনকে গ্রেপ্তার করা হয়। ওসি আরো জানান তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এছাড়া লাখিনের নামে মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাকে আদালতে পাঠানো হবে।###