(বগুড়া) প্রতিনিধি :
নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রির দায়ে আজ রোববার (১ ডিসেম্বর) বগুড়া জেলা টাস্কফোর্স কমিটি অভিযান পরিচালনা করে বগুড়া শহরের ফতেহ আলী বাজারের দুই দোকানীর জরিমানা করেছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। প্রতি লিটার তেল ১৬৭ টাকা নির্ধারিত থাকলেও বিক্রি করা হচ্ছে ১৭৫ টাকা দরে। নির্ধারিত দামের চেয়ে দাম বেশি নেয়ায় ফতেহ আলী বাজারের শহীদুল স্টোরকে ১০ হাজার এবং সিদ্দিক স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।##