নিজস্ব প্রতিবেদক:০৭ ডিসেম্বর-২০২৪,শনিবার।
শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা বিভাগের খেলা মানিকগঞ্জ শহীদ মিরাজ -তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিভাগের দুটি দল “লাল” এবং “সবুজ” দলের মধ্যকার খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা। খেলার উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় দিপু রায় চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, মুন্নু ফেব্রিক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রাশিদ সামিউল ইসলাম অর্ক, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড: আজাদ হোসেন খান, জজ কোটের পিপি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড: আ.ফ.ম নুরতাজ আলম বাহার, টুর্নামেন্টের আহবায়ক রফিকুল ইসলাম বাবু,সদস্য সচিব দেবব্রত পাল, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ,সাধারন সম্পাদক আব্দুস ছালাম বাদল, জেলা যুবদলে আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি,মোরশেদ আলী খান সুমন, সহ সাবেক, বর্তমান ক্রিকেটার ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাংলাদেশের ক্রিকেটকে সারা বিশ্বে পরিচিতি করে তোলার পিছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন অতিথিবৃন্দ। স্থবির হয়ে পড়া ক্রীড়াঙ্গনের গতি বাড়াতে বিএনপি কাজ করছে বলে জানান।
খেলায় ঢাকা বিভাগের আওতাধীন মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই চারটি জেলার সেরা খেলোয়াড়দের সমন্বয়ে ‘লাল দল’ ও ‘সবুজ দল’ নামে দুইটি দল গঠন করা হয়েছে।