নিজস্ব প্রতিবেদক:১৯ যিসেম্বর-২০২৪,বৃহস্পতিবার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সামনে যুদ্ধ করতে হবে। সামনের যুদ্ধে যোদ্ধা আমরা সবাই। যুদ্ধে যদি জয়ী হতে হয় তাহলে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। ষড়যন্ত্র যেহেতু থেমে নেই, আপনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল-জুলুমের শিকার হয়েছেন, গায়েবি মামলার শিকার হয়েছেন, অত্যাচার-নির্যাতনের কারণে দিনের পর দিন জঙ্গলে থাকতে হয়েছে, ধানক্ষেতে থাকতে হয়েছে, আপনারা সেই পরীক্ষা দিয়ে এসেছেন। কিন্তু সামনের পরীক্ষা শেষ হয়ে যায়নি।
আজ ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার)মানিকগঞ্জের ঘিওরের মুন্নু সিটিতে জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত ৩১ দফা তৃণমুল নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী রাষ্ট্রকাঠামো মেরামতের জনস্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় সন্ধায় প্রধান অতিথি হিসেবে ভ্যার্চুয়ালে বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেছেন।
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খানম রিতার সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ আলমগীর পাভেল।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত, সহ-সভাপতি ড. খোন্দকার আকবার হোসেন বাবলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুখসানা খানম মিতু।
প্রশিক্ষণ দেন বিএনপি নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু ও অর্পণ বাংলাদেশের সভাপতি বীথিকা বিনতে হোসাইন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সামনে পরীক্ষা আরও রয়েছে- এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী হতে হয় তাহলে অনবরত সংগ্রাম চালিয়ে যেতে হবে।আমাদের যদি এই নির্বাচনের পুলসিরাত পার হতে হয় তাহলে জনগণের পেছনে থাকতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে এবং জনগণকে সঙ্গে রাখতে হবে।
তিনি আরও বলেন, আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্টু লোকদের দুষ্টুমি কিন্তু থেমে নেই। সেটি আমাদের দলের বাইরেই হোক বা দলের ভেতরেই হোক। সেটি আমাদের দেশে হোক বা বাইরে হোক। কারণ দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদেশের মধ্যে যদি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, জনসমর্থনহীন সরকার যারা জনগণকে রিপ্রেজেন্টেটিভ করে না এমন সরকারকে যদি ক্ষমতা রাখা যায় তাহলে এদেশ থেকে অনেকে অনেক কিছু লুট করে নিয়ে যেতে পারবে। যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে এরকম কেউ যদি ক্ষমতায় থাকে তাহলে দেশের স্বার্থ জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। যারা শকুনের দৃষ্টিতে এদেশের অর্থ-সম্পদ প্রাকৃতিক সম্পদের দিকে তাকিয়ে রয়েছে, তখন তারা দশবার চিন্তা করবে।
তারেক রহমান বলেন, এদেশে বহুদলীয় গণতন্ত্র এবং গণতন্ত্র বলতে যা বুঝায় সংসদীয় গণতন্ত্র বলতে যা বুঝায় নারীদের অধিকার বলতে যা বুঝায় , মানুষের অধিকার বলতে যা বোঝায় একমাত্র অতীত ঘাটলে দেখা যাবে বিএনপি সব সময় করেছে। নেতৃবৃন্দ দেশ এবং মানুষ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে।’####