এইচএম মোকাদ্দেস ,সিরাজগঞ্জ প্রতিনিধি:১০ জানুয়ারি-২০২৫,শুক্রবার।
‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা‘ শ্লোগানে সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার শহরের ইলিয়ট ব্রীজ থেকে এস.এস রোড় হয়ে বাজার স্টেশন কাচবাজার পর্যন্ত সাধারন মানুষ ও ব্যবসায়ীদের কাছে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরনকালে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস.এম সাঈদ মোস্তাকিন, সিরাজগঞ্জের ছাত্র সমন্বয়ক টিএম মুশফিক সাদ, সজীব সরকার, সাদিয়া আহমেদ সিনহা, সুমাইয়া আরেফিন শুপ্তি, আসির ইস্তেসার অযন ও ইয়াসিন আরাফাত ইশানসহ ছাত্ররা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরনকালে ছাত্র ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভুতপুর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশি^ক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ঘোষনাপত্র জারি করতে হবে। যে ঘোষনাপত্রে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামুল্যে সুচিকিৎসা প্রদানের স্পষ্ট করতে হবে। ঘোষনাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতৃত্বে হয়েছে তা পরিস্কারভাবে উল্লেখ থাকতে হবে। অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পস্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মুল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পুর্ন নতুন গণতান্ত্রিক সংবাধিক প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র কাঠানো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে এবং ১৯৪৭, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারবাহিকতা পরিস্কার করতে হবে। এছাড়াও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিকে শক্তিশালী করতে হবে।###