শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার ঘাটাইলের সড়কে শিক্ষা সফরের চার বাসে ডাকাতি আগামীতে ধানের শীষে ভোট দিতে হবে । ধানের শীষের বিকল্প নাই

শ্রীপুরে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি, দুর্ভোগে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ 

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৬২ দেখা হয়েছে:

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) :১৮ জানুয়ারি-২০২৫,শনিবার।

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার (দেওয়ানের চালা) গ্রামের দীর্ঘদিনের পুরোনো রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ ঘটনায় মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, মোস্তাফিজুর রহমান ও তার ছোট ভাই মাজেদুল ইসলাম স্বপন পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তাদের পিতা জীবদ্দশায় ওই জমি থেকে একাধিক সাফ কবলা দলিল মূলে বিক্রি করে এবং ক্রেতাদের জন্য একটি রাস্তা নির্ধারণ করে দেন। বর্তমানে ওই জমিতে শতাধিক ক্রেতারা বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন।

শুক্রবার সরেজমিনে গেলে একাধিক ভুক্তভোগী আজিজুল,খলিল, সুরুজ মিয়া,রফিক,হাসান ও ইউসুফ জানান, সড়কটি হঠাৎ বন্ধ করে দেওয়াই দুর্ভোগ পোহচ্ছে হচ্ছে, জরুরি রোগীকে হাসপাতালে নিতে অসুবিধাসহ স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত অসুবিধা হচ্ছে। তাছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র মাথায় নিয়েই বাড়িতে পৌঁছাতে কষ্ট হচ্ছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত কয়েকদিন ধরে রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, রিমেল, রুবেল, আব্দুর রশিদ, হারুন, শহিদুল্লাহ, জসিম, নজরুলসহ ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তিরা জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে মোস্তাফিজুর রহমান ও জমির ক্রেতাদের হুমকি দিয়ে আসছে। গত ১৫ নভেম্বর সকাল ৮টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করে চলাচলের রাস্তা কেটে ফেলে এবং বেড়া দিয়ে পথ আটকে দেয়। এ সময় জমি ক্রেতাদের বাধা দিলে অভিযুক্তরা তাদের খুন-জখমের হুমকি দেয়।

মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। বর্তমানে অভিযুক্তরা তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ সাংবাদিকদের জানান,অভিযোগ পেয়েছি, রাস্তা বন্ধের ব্যাপারে বিষয়টি সমাধানের জন্য নোটিশ দেয়া হবে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102