বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার ঘাটাইলের সড়কে শিক্ষা সফরের চার বাসে ডাকাতি আগামীতে ধানের শীষে ভোট দিতে হবে । ধানের শীষের বিকল্প নাই

পাংশা উপজেলা হেড কোয়াটার- কলেজ মোড় সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫১ দেখা হয়েছে:
“U

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা পৌর প্রশাসক এস.এম আবু দারদা বুধবার (২২ জানুয়ারী) সকালে পাংশা উপজেলা হেড কোয়াটার থেকে কলেজ মোড় পর্যন্ত ২ হাজার ১৩০ মিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
জানা যায়, উল্লেখিত সড়কটি খানাখন্দে বেহাল দশা সৃষ্টি হলে জনস্বার্থে পাংশা উপজেলা প্রকৌশল দপ্তর সড়কটির উন্নয়নে তৎপর হয় এবং ২০২৪ সালের শেষের দিকে রাজবাড়ী জেলা এলজিইডি থেকে প্রকল্পটির টেন্ডার হয়। চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার মোল্লা টাওয়ারস্থ জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিঃ প্রকল্পের ঠিকাদার নিযুক্ত হন।
বর্তমানে রাস্তার দু’পাশে ড্রেজার মেশিন দিয়ে গর্ত করে সেখানে বালু ফিলিংয়ের কাজ শেষ পর্যায়ে। কিন্তু রাস্তার এক পাশে থাকা পৌরসভার পানি সরবরাহ লাইন যথাযথ রেখে ড্রেজিং কার্যক্রমে বিঘœ ঘটে। ফলে কয়েক দিন বন্ধ থাকার পর পুনরায় রাস্তার উন্নয়ন কাজ শুরু করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে এলজিইডির পাংশা উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমানকে সঙ্গে নিয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা পৌর প্রশাসক এস.এম. আবু দারদা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। কর্মকর্তারা যথাযথভাবে দ্রæততার সাথে উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার দিক নির্দেশনা প্রদান করেন। প্রকল্প সাইডে থাকা সাবকন্ট্রাক্টর আব্দুল জব্বার কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক নির্মাণ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাবকন্ট্রাক্টর আব্দুল জব্বার বলেন, মূল ঠিকাদারের বাড়ী চুয়াডাঙ্গায়। পাংশার ৭জন সমন্বয় করে প্রকল্পের কাজ করছেন।
পাংশা উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান বলেন, জনস্বার্থে রাস্তাটি টেকসইভাবে উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাংশা উপজেলা হেড কোয়াটার থেকে কলেজ মোড় পর্যন্ত ২ হাজার ১৩০ মিটার সড়ক উন্নয়ন প্রকল্পের দু’টি ভাগে কাজ হবে। পাংশা উপজেলা হেড কোয়াটার থেকে রেলগেট পর্যন্ত ৫শত মিটার এক পাশে ড্রেনেজসহ আরসিসি এবং রেলগেট থেকে কলেজে মোড পর্যন্ত কার্পেটিং দ্বারা উন্নয়ন হবে। রাস্তা ১৮ ফুট চওড়া হবে।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102