মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ভোটার হালনাগাদ ও ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

আজ ১০ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ মাঠে ভোটার হালনাগাদ ও ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ইউনুস আলী, নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোঃ কামরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আহসানুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান হোসেন,নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ তৌফিক আজম, ধামসুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী প্রমূখ। ভোটার হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একমত বিনিময় সভায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নদী ভাঙ্গন এলাকায় জনগণের সুবিধার্থে স্থান যাচাই-বাছাই করে ভোটার হালনাগাদ ও ভোটার নিবন্ধন কার্যক্রম করতে হবে। ভোটার হওয়ার মতো যোগ্য কোন ব্যক্তি যেন বাদ না পড়ে সেই দিক খেয়াল রাখতে হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ভোটার নিবন্ধন ও ভোটার হালনাগাদ ছবি তুলতে আসা আগত নারী-পুরুষদের সাথে কথা বলেন এবং তাদের কাগজপত্র ঠিকঠাক আছে কিনা সেটা পর্যবেক্ষণ করেন। জালাল উদ্দিন ভিকু প্রতিনিধি, মানিকগঞ্জ