মো. মোক্তার হোসেন,পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির ঐতিহ্যবাহী সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারী) দু’দিনব্যাপী নানা কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫, পুরস্কার বিতরণ, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ প্রভৃতি।
বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ এছাড়া বৃহস্পতিবার সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুুরস্কৃত শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষরা হলেন, রতন কুমার বিশ্বাস, জিয়াউর রহমান, মসলিমা হক, বাহার উদ্দিন শেখ ও নাসির উদ্দিন। এদেরকে ক্রেস্ট উপহারসহ পুরস্কার প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলহাজ্ব মো. হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, অভিভাবক আবুল কালাম আজাদ, সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ফয়েজ উদ্দিন আহমেদ ও বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক সনৎ কুমার সেন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহার উদ্দিন শেখ। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জানা যায়, ১৯৮৬ সালে ডিডিসি লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দাতা মরহুম ইঞ্জিনিয়ার এ.কে.এম রফিক উদ্দিন (পান্না মিয়া)’র ঐকান্তিক প্রচেষ্টায় সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এ বছর অত্র বিদ্যালয় থেকে ৭২জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।