মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার ঘাটাইলের সড়কে শিক্ষা সফরের চার বাসে ডাকাতি আগামীতে ধানের শীষে ভোট দিতে হবে । ধানের শীষের বিকল্প নাই

পাংশার সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয়ে দু’দিনব্যাপী নানা কর্মসূচি সম্পন্ন

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ দেখা হয়েছে:
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

মো. মোক্তার হোসেন,পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির ঐতিহ্যবাহী সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারী) দু’দিনব্যাপী নানা কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫, পুরস্কার বিতরণ, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ প্রভৃতি।
বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ এছাড়া বৃহস্পতিবার সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুুরস্কৃত শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষরা হলেন, রতন কুমার বিশ্বাস, জিয়াউর রহমান, মসলিমা হক, বাহার উদ্দিন শেখ ও নাসির উদ্দিন। এদেরকে ক্রেস্ট উপহারসহ পুরস্কার প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলহাজ্ব মো. হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, অভিভাবক আবুল কালাম আজাদ, সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ফয়েজ উদ্দিন আহমেদ ও বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক সনৎ কুমার সেন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহার উদ্দিন শেখ। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জানা যায়, ১৯৮৬ সালে ডিডিসি লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দাতা মরহুম ইঞ্জিনিয়ার এ.কে.এম রফিক উদ্দিন (পান্না মিয়া)’র ঐকান্তিক প্রচেষ্টায় সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এ বছর অত্র বিদ্যালয় থেকে ৭২জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

 

 

 

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102