নিজস্ব প্রতিবেদক :১৬ ফেরুয়ারি-২০২৫,রবিবার।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী বাংলাদেশ তাদের মানিকগঞ্জ-১ আসনে সংসদ সদস্য প্রার্থী চুড়ান্ত করেছে। মানিকগঞ্জ- ১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) আসনের প্রার্থীর নাম কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছে।
এ বিষয়ে জামায়াত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম নিশ্চিত করেছেন যে, মানিকগঞ্জ- ১ আসনে ইউরো বাংলা হার্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু বকর সিদ্দিককে চুড়ান্ত ভাবে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
তিনি আরও জানান, মানিকগঞ্জ ২ আসনের প্রার্থী দ্রæত সময়ের মধ্যে চূড়ান্ত করা হবে। প্রার্থী মনোনয়ন ঘোষণার পর, জেলার জামায়াত ইসলামী দলীয় নেতা-কর্মীদের মধ্যে এক নতুন উৎসাহের সৃষ্টি হয়েছে এবং তারা আগামী নির্বাচনে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে, নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক মহলে এই প্রার্থী তালিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে।####