নিজস্ব প্রতিবেদক : ২৪ফেরুয়ারি-২০২৫,সোমবার।
ঢাকা-আরিচা মহাসড়ক ১ ঘন্টা বন্ধ রেখে অবরোধ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। নব্য গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটি নিয়ে অসন্তোষ হওয়ায় অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেরূয়ারি) দুপুর একটা থেকে বেলা দুইটা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল পালন করে তারা।
নব্য গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটি ২৪ ঘন্টার আল্টিমেটামের পরেও কেন্দ্রীয় কমিটি বাতিল না করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এর আগে গতকাল সংবাদ সম্মেলন করে কমিটি বাতিলের আহবান জানান শিক্ষার্থীরা।
অবরোধ কর্মসূচি পালনকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীরা বলেন, নব্য কমিটিতে যাদের রাখা হয়েছে তাদের শীর্ষভাগই মূল ধারার আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিল না। তাদের মূল্যায়ন করা হয়েছে আর ত্যগীদের অবমূল্যায়ন করা হয়েছে। এই পকেট কমিটি আমরা মানি না।
তার আরো বলেন, টাকা খেয়ে কমিটি করা হয়েছে এর জন্য ছাত্রলীগের সাথে আঁতাত করে চলেও তারা কমিটিতে ভাইটাল স্থান পেয়েছে। ফলে বাদ পড়েছে অনেক ত্যাগীরা। আন্দোলন সংগ্রামী যারা গায়ের তাজা রক্ত ঝরিয়েছে তাদেরকে আড়াল করে কমিটিতে আমরা থাকতে চাই না।
কেন্দ্রীয় সম্মোন্বয়ক রুদ্র, জেলা কমিটির আহবায়ক ওমর ফারুক ও সদস্য সচিব নাহিদ মনিরকে মানিকগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন পদত্যাগকারীরা। সেইসাথে কেন্দ্রীয় সমন্বয়কদের হস্তক্ষেপে ৭২ ঘন্টার মধ্যে গঠিত কমিটি স্থগিত না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক পুনরায় অবরোধের হুঁশিয়ারি দেন তারা।
মহাসড়ক অবরোধের পরপরই মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল ওয়ারেস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ ঘটনাস্থল উপস্থিত হন। তারা অবরোধকারী শিক্ষার্থীদের সাথে একাধিকবার কথা বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা এক ঘন্টা পর অবরোধ থেকে সরে আসেন।
এ সময় নব্য গঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু, যুগ্ম সদস্য সচিব নাসিম খান, সংগঠক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, রনি আহমেদ, আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।