শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার ঘাটাইলের সড়কে শিক্ষা সফরের চার বাসে ডাকাতি আগামীতে ধানের শীষে ভোট দিতে হবে । ধানের শীষের বিকল্প নাই

ভাড়া বিল্ডিংয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে শিক্ষা কার্যক্রম বাজেট কমানোর প্রস্তাবে বন্দী রবীন্দ্র  বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মান

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ দেখা হয়েছে:

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :২৫ ফেরুয়ারি-২০২৫
বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে প্রতিষ্ঠা করা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ২০১৬ সালে প্রতিষ্ঠা হওয়া বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০১৮ সালে কিন্তু এখনো নিজস্ব ক্যাম্পাস নির্মান হয়নি দেশের ৪০তম পাবলিক এ বিশ্ববিদ্যালয়টির। নিজস্ব ক্যাম্পাস না থাকায় ভাড়া ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। আবাসিক সুবিধা না থাকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের। এতে শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে,ক্যাম্পাস নির্মাণের জন্য ৮বার প্রস্তাব করা হলেও তা আজও পাস হয়নি। প্রতিবারই বাজেট কমাতে হবে বলে ফেরত দেয়া হয়েছে। প্রথম প্রকল্প প্রস্তাব ছিল ৯ হাজার ২৩৪ কোটি টাকা। সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার নড়েচড়ে বসে। এরপর বিশ^বিদ্যালয় নতুনভাবে প্রকল্প জমা দেয়ার নির্দেশ দেন। এ অবস্থায় ৫৯৯ কোটি ৫০ লাখ টাকা বাজেট দিয়ে প্রকল্প জমা দেয়া হয়েছে। সোমবার এ বাজেট পাস সংক্রান্ত বৈঠক হবার কথা ছিল কিন্তু তাও হয়নি। শিক্ষার্থীরা এই বাজেট অনুমোদনের জন্য আলটিমেটাম দিয়েছেন। বাজেট অনুমোদন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা রয়েছে শিক্ষার্থীদের।
জানা যায়, ২০১৬ সালের ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন ২০১৬’ জাতীয় সংসদে পাস হয়। ২০১৮ সালে দুটি অনুষদের অধীনে তিনটি বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণিতে ১১০ জন ছাত্র নিয়ে বিশ্ববিদ্যাদয়ের একাডেমির কার্যক্রম শুরু হয়। বর্তমানে চারটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগে পাঠদান চলছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার।  বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ৩৪ জন, কর্মকর্তা ৪৯জন এবং কর্মচারীর সংখ্যা ১০৬ জন। শিক্ষাসহ সকল কার্যক্রম চলছে ভাড়ায় চালিত ভবনে। বিশ^বিদ্যালয়ের নিজস্ব  ক্যাম্পাস স্থাপনের জন্য এখন পর্যন্ত ৮ বার প্রস্তাব করা হলেও ৭ বছরেও তা পাস হয়নি। বারবার বাজেট কমানোর চক্করে বন্দী হয়ে রয়েছে রবীন্দ্র  বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মান প্রকল্প। প্রথম প্রকল্প প্রস্তাব ছিল ৯ হাজার ২৩৪ কোটি টাকা। কমিয়ে বর্তমানে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকা। এই বাজেট অনুমোদন প্রক্রিয়া বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের আলটিমেটাম, শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি  দাবিতে তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিলের পাশাপাশি ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে আন্দোলন করেন স্থানীয় ছাত্র-জনতাও।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ধরনের শিক্ষার সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন তার কিছুই নেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। পুঁথিগত পড়াশোনা হলেও ব্যবহারিক শিক্ষা সম্ভব হচ্ছে না। শ্রেণিকক্ষের সংকট তো রয়েছেই, আবাসন সংকটও চরমে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকায় নিরাপত্তা ঝুকি রয়েছে। স্থায়ী ক্যাম্পাস থাকলে এসব সমস্যা হতো না। আমাদের কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। প্রি-একনেকে যদি প্রকল্প অনুমোদন না হয় তবে বৃহত্তর আন্দোলন করে গড়ে তোলা হবে।

রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম হাসান তালুকদার জানান, প্রায় আট বছর যাবত বিশ^বিদ্যালয় চালু হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। দু:খজনক হলেও সত্য বারবার বাজেট কমানো হলেও এখন পর্যন্ত নির্মান প্রকল্প আলোর মুখ দেখেনি। বিশ^বিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের প্রত্যাশা প্রি-একনেক বৈঠকে সর্বশেষ বাজেটটি অনুমোদন হবে।

পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম জানান, সরকারের সামর্থ্য অনুযায়ী বাজেট প্রণয়ন হয়নি বিধায় প্রকল্পটি হয়তো পাস হয়নি। তবে বৈঠকে প্রকল্পটি মুল্যায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আশা করছি সফল বৈঠক হবে।
পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব আব্দুর রউফ জানান, প্রি-একনেক বৈঠকে যে প্রকল্প প্রস্তাবনা জমা দেয়া হয়েছে- তা নিয়ে আলোচনা সাপেক্ষে পরবর্তী করনীয় নির্ধারন করা হবে। আমরাও চাই বিশ^বিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ হোক। #####

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102