মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার ঘাটাইলের সড়কে শিক্ষা সফরের চার বাসে ডাকাতি আগামীতে ধানের শীষে ভোট দিতে হবে । ধানের শীষের বিকল্প নাই

সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৪ দেখা হয়েছে:

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল :০ ১ মার্চ-২০২৫,শনিবার ।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সারা বছর সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে। জেলা থেকে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মাঝে সূলভ মূল্যের এই পণ্যগুলো পৌঁছে দেওয়া হবে। শনিবার(১ মার্চ) বিকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে সাধারণ মানুষের মাঝে সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় ৩৮টাকা হালি ডিম, ২৫০টাকা কেজি ব্রয়লার মুরগি, ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস ও ৮০ টাকা লিটার হিসেবে দুধ বিক্রি করা হয়।
এ সময় উপদেষ্টা ফরিদা আখতার শুক্রবার বিকালে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকেও শুভ কামনা জানান। এদিন অপর একটি অনুষ্ঠানে তিনি বলেন, কৃষি ব্যাংকের মতো মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে তারা সন্তুষ্ট হয়ে সেটি বাংলাদেশ ব্যাংকে দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক স্বীকৃতি দিলে দ্রæতই মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংকের কার্যক্রম শুরু হবে। এই ব্যাংক চালু হলে গ্রামে-গঞ্জে দাদন ব্যবসা বন্ধ হয়ে যাবে। এতে বিভিন্ন প্রজাতির মাছ, বিশেষ করে ইলিশের দাম কমে যাবে।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ দুইটি একত্রে থাকে। কিন্তু আমাদের দেশে কেন যে আলাদা সেটি বুঝি না! কৃষি জমিতে যে কিটনাশক দেওয়া হয় সেটি মাছ এবং গরু-ছাগলের জন্য ক্ষতিকর। যারা পশু পালন করেন তাদের খেয়াল রাখা উচিত- যেন ওই খামারের আশেপাশে কেউ জমিতে যেন কীটনাশক দিতে না পারে। এজন্য সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাকে অবহিত করারও আহŸান জানান তিনি।
অনুষ্ঠানে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল্যাহ আল মামুন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102