মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার ঘাটাইলের সড়কে শিক্ষা সফরের চার বাসে ডাকাতি আগামীতে ধানের শীষে ভোট দিতে হবে । ধানের শীষের বিকল্প নাই

আওয়ামলীগ নেতার ট্রাক বাঁচাতে নিজ দলের কর্মীকে চোর সাজিয়ে নির্যাতন করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩১ দেখা হয়েছে:

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ প্রতিনিধি :০৬ মাচ-২০২৫,বৃহস্পতিবার।
সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবীদুলের ট্রাক নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দেখা দিয়েছে অন্ত:কোন্দল। এই ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলামকে মিথ্যা চোর সাজিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারপিট করেছে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ ও তার লোকজন। এর আগে তার বাড়িতে চুরি হয়েছে বলে বিভিন্ন জায়গা প্রচার করেন শহীদ। চুরির ঘটনাকে কেন্দ্র করে শহীদ রোববার রাতে যুবদল নেতা রফিককে তুলে নিয়ে গিয়ে রাতভর নির্যাতন করে তাকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে সেটি ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।পরে খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সভাপতি রফিক সরকার তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সয়দাবাদ ইউনিয়ন বিএনপির নেতা বাঐতারা গ্রামের মাসুদ জানান, সয়দাবাদ ইউনিয়নের আওয়ামলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবীদুলের দুইটি ট্রাক শহিদের নিকট রয়েছে। এই সংবাদ পাওয়ার পর আমরা পঞ্চসোনা গেলে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে শহিদ আমাদের উপর হামলা করে। ওই ট্রাকগুলো যদি শহিদের হয় তাহলে সে কাগজ দেখাতে পারছে না কেন ? শহিদ আওয়ামীলীগকে লালন পালন করছে এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের ত্যাগী নেতা কর্মীদের উপর নির্যাতন করাচ্ছে। সে কোন সিসিটিভি ফুটেজ দেখে নয় জোর করে রফিককে তুলে নিয়ে গিয়ে মারপিট করে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে। আমরা এর বিচার চাই সোমবার দিনভর এঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করে।
এদিকে পঞ্চসোনা থেকে নির্যাতিত রফিককে বিচারের আশ^াসে ছাড়িয়ে নিয়ে আসায় সদর থানা বিএনপির সাবেক সভাপতি রফিক সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপ-প্রচার চালানো হচ্ছে বলে জানান স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সোমবার সকালে নির্যাতিত রফিক হাসপাতালের বেডে শুয়ে থেকে সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, তাকে নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে সেটি ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে । তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি সম্পূর্ণ মিথ্যা ও শিখিয়ে দেয়া এবং যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা কোন ভাবেই এর সাথে সম্পৃক্ত না।
এবিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ বলেন, রফিকুল ইসলাম আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, সে আমার ট্রাক চুরি করেছে তার প্রমাণ রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সভাপতি রফিক সরকার বলেন, নির্যাতিতকে উদ্ধার করে আনতে গেলে শহিদের লোকজন আমার সামনেই তাকে আবারও মারপিট করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102