পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির মাজাইল সিদ্দিকীয়া খানকা শরীফে মঙ্গলবার (১১ মার্চ) ৪৫তম বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে কাগদী পীর সাহেব আলহাজ্ব মাওলানা মো. নেছার আহমেদ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
মাজাইল সিদ্দিকীয়া খানকা শরীফের সভাপতি মো. নুরুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে ইফতার মাহফিলে কাগদী দরবার শরীফের খলিফা আলহাজ্ব মাওলানা মো. ওলিউল্লাহ ও মাজাইল সিদ্দিকীয়া খানকা শরীফের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ মো. রাকিবুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
বয়রাট মাজাইল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম, কালুখালী উপজেলা কৃষক দলের সভাপতি মো. আনিসুর রহমান মোল্লা, সেনগ্রাম ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আলহাজ্ব মো. হাবিবুর রহমান, মাজাইল সিদ্দিকীয়া খানকা শরীফের আমীর মো. আব্দুল কাদের, যুক্তরাজ্য প্রবাসী রেজাউল করিম, শাহ মো. রবিউল ইসলাম কুসুমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শরিয়তপুর থেকে মুসাফির কাফেলার একটি দলসহ পাংশার বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসলিম জনতা ইফতার মাহফিলে যোগ দেন।
উল্লেখ্য, প্রতি বছর ১০ই রমজান মাজাইল সিদ্দিকীয়া খানকা শরীফে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।