মানিকগঞ্জ প্রতিনিধি :১৬ মার্চ।।
মানিকগঞ্জের ঘিওরে নানা আয়োজনে জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামের বাড়িতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধ্যায় ইফতার বিতরন করা হয়।
এর আগে সকাল থেকেই খোন্দকার দেলোয়ার হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা- উপজেলা, তৃণমূল ও কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দ। এরপর পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়রত ও মরহুমের আতœার মাগফিরাতে কামনা করে দোয়া করেন। খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবিরের পক্ষ থেকে এবং বিভিন্ন উপজেলা ও জেলা বিএনপির পক্ষ থেকে পুষ্প্যস্তর্বক অর্পন করেন নেতা কর্মীরা।
জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইছাক সরকার, জেলা বিএনপির আহবায়ক সদস্য এডভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট নূরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গোলাম মহিয়ার খান শিপার, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. জামিলুর রশিদ খান, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন যাদু, জেলা কৃষক দলের আহবায়ক গোলাম কিবরিয়া সাঈদ, সদস্য সচিব আ: ছালাম বাদল, জেলা বিএনপির সাবেক ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক এডভোকেট আব্দুল আলিম মনোয়ার, খোন্দকার দেলোয়ার হোসেনের ছোট ছেলে খোন্দকার আখতার হামিদ পবন, কন্যা দেলোয়ারা হোসেন পান্নাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন একজন দৃঢ়চেতা ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। দৃঢ়তা, অটুট মনোবল এবং ব্যক্তিত্বে তিনি ছিলেন অনন্য উচ্চতায় একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের মুক্তির সকল সংগ্রামে তিনি রেখেছেন অসামান্য অবদান। ১/১১-তে দেশের এক চরম রাজনৈতিক সংকটকালে বিএনপি মহাসচিবের দায়িত্ব¡ কাঁধে নিয়ে খোন্দকার দেলোয়ার হোসেন দলের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন।