স্টাফ রিপোটার, সিরাজগঞ্জ : ১৭ মাচ-২০২৫,সোমবার।
সিরাজগঞ্জ সদর উপজেলার ৬নং ছোনগাছা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদকসহ যুবদল ও সেচ্ছাসেবক দলের চার নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অডিও রেকর্ড ফাঁস হয়েছে। রোববার (১৬) মার্চ
৬নং ছোনগাছা ইউনিয়ন নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এ রেকর্ডটি ফাঁস হয়। এতে ওই ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। ওই রেকর্ডে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক
ফারুক, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের, যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলামের নাম শোনা যায়। এবং ছোনগাছা ফেসবুক গ্রুপে এ সংক্রান্ত একটি
লেখা পোস্ট করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে ছোনগাছা পাঁচঠাকুরী যমুনা বাজার হাট আলাউদ্দিনের দোকান থেকে চাঁদা আদায় করে। এদের কারণে বিএনপির ভাবভূর্তি নষ্ট হচ্ছে। এদের অত্যাচারে সাধারণ জনগণ অতিষ্ঠ। এই সমস্ত চাঁদাবাজ নেশা খোরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হোক । জেলা বিএনপি, সদর থানা বিএনপি, জেলা যুবদল,সদর থানা যুবদল আপনাদের সঠিক তদন্তের মাধ্যমে বহিষ্কারের দাবি জানাচ্ছি।
এবিষয়ে ছোনগাছা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের বলেন, এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ভিত্তিহীন। একটি ফেক আইডি থেকে আমাদের সম্মান নষ্ট করার জন্য এগুলো অপপ্রচার করা হচ্ছে।।###