নিজস্ব প্রতিবেদক :১৭ মাচ-২০২৫,সোমবার।
জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড: নেওয়াজ হালিমা আরলী বলেছেন,, মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। শুরু থেকেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা শিশুটির ন্যায়বিচারের পক্ষে মাঠে নেমেছি।
সোমবার (১৭ মার্চ) দুপুরে ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া মাগুরার শিশু আছিয়ার পরিবারের সঙ্গে দেখা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এর পক্ষ থেকে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী সাবেক সংসদ সদস্য এ্যাড: নেওয়াজ হালিমা আরলী তুলে দেন এবং পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাবেক সংসদ সদস্য এ্যাড: নেওয়াজ হালিমা আরলী আরো বলেন, খালেদা জিয়ার সময় একটি ধর্ষণের বিচারে মনিরকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই ঘটনা যদি চলমান থাকত তাহলে এমনটা হতো না। এখন ধর্ষণ একটা মানসিক রোগে পরিণত হয়েছে। আমরা চাই, এই ঘটনার দৃষ্টান্তমূলক সাজা হোক। যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। আমরা শিশুটির পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহায়তা প্রদান করা হবে। আমাদের দল বিএনপি শিশুটির পরিবারের পাশে আছে।
টাঙ্গাইল জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি অধ্যাপক নাছরীন আক্তার লাকী বলেন, আমরা চাই দেশে নতুন আইন প্রণয়ন করা হোক। তাহলে নারী ও শিশুরা নিরাপত্তাবোধ করবে। আমার মনে হয়, যদি আইন নাও থাকে তাহলে সংশোধন করে এটা করা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড: নেওয়াজ হালিমা আরলী, টাঙ্গাইল জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি অধ্যাপক নাছরীন আক্তার লাকীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ।