মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী–সেনা প্রধান ডেইরী ফার্ম এখন ডেরা রিসোর্ট , ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে রিসোর্ট দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু

পাংশায় বর্ষিয়ান কবি ও প্রাবন্ধিক আবদুল মান্নানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫ দেখা হয়েছে:
“U

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ঃ

রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ বিশ্বাস কমিউনিটি সেন্টারে শনিবার (২২ মার্চ) বর্ষিয়ান কবি ও প্রাবন্ধিক আবদুল মান্নানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের ব্যবস্থাপনায় পাংশার মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এবং পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এবং পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. মোক্তার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর মো. আব্দুল বাতেন, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাশিম, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক ও সাহিত্য গবেষক শেখ মোহাম্মদ সবুর উদ্দিন ও কবি মোল্লা মাজেদ মরহুম কবি আবদুল মান্নানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার সাহিত্য চর্চা এবং কর্মময় জীবনের উপর আলোচনা করেন। ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে কবি আবদুল মান্নানের কন্যা কবি শাহনাজ পারভীন মিতা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে পাংশা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ সফিউদ্দিন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এস.এম কায়কোবাদ, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার মো. গোলাম মোস্তফা চৌধুরী, কবি মো. এবাদত আলী সেখ, পাংশা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, কবি সরদার আবু জালাল, সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাংবাদিক ইয়াছিন শেখ প্রমূখ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আলহাজ্ব মীর মো. আব্দুল বাতেন।
কবি ও প্রাবন্ধিক আবদুল মান্নœান পাংশার মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাবেক উপদেষ্টা, ঢাকাস্থ পাংশা সমিতির সাবেক সদস্য, হিসাব রক্ষণ অধিদপ্তরের অডিট বিভাগের সাবেক অডিট অফিসার, সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী সম্মাননা পদক প্রাপ্ত এবং মীর মশাররফ হোসেন সম্মাননা পদক প্রাপ্ত গুণী লেখক এবং আদর্শ মানুষ ছিলেন।
মোহাম্মদ আবদুল মান্নান ১৯৩৫ সালের ২এপ্রিল তৎকালীন ফরিদপুর জেলার পাংশা থানার বর্তমান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চরপাতুরিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারী ৮৬ বছর বয়সে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। পরিবারের ইচ্ছায় পাংশা পৌর গোরস্থানে তার সমাধি করা হয়।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102